শিউলিমালা একাডেমি

Institutue

ইন্সটিটিউট

শিউলিমালা একাডেমি’ বাংলাদেশে ছাত্রী অঙ্গন থেকে পরিচালিত জ্ঞানের আন্দোলনের প্রচেষ্টাকারী একটি প্রতিষ্ঠান। বাংলাভাষী মানুষদের সামনে ইসলামী চিন্তা ও দর্শন এবং ন্যায়ভিত্তিক সভ্যতার বার্তাকে যুগপোযুগী ও যৌক্তিক ভাষায় তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে শিউলিমালা একাডেমি ।

মননে মুক্তির সৌরভ

শিউলিমালা একাডেমি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে বুঝতে চায়, এ জাতির জাতিসত্ত্বাকে ধারণ করতে চায়, এ অঞ্চলের প্রতিটি জাতিগোষ্ঠীর রূহকে বুঝতে চায়, এ ভূমিকে বুঝতে চায় এবং ঐতিহাসিক সিলসিলা বহনকারী প্রতিটি ঘরানার প্রাণসত্ত্বাকে উপলব্ধি করতে চায়। শিউলিমালা একাডেমি ইতিহাসের সকল ধারাবাহিকতার সুলুক সন্ধান করে বর্তমানের আলোক প্রক্ষেপে পর্যালোচনা করে আগামীর বয়ান হাজির করতে চায় এবং এ বয়ানের পরিপ্রেক্ষিতে জাতির বিবেক ও স্পন্দন হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চায়। জ্ঞানের ক্ষেত্রে যে সকল বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন, সে সকল বিষয় নিয়ে শিউলিমালা একাডেমি কাজ করছে এবং এর সদস্যদেরকে যোগ্য করে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শিউলিমালা একাডেমির

লক্ষ্য ও
উদ্দেশ্য

লক্ষ্যঃ

জাতির বিবেক ও স্পন্দন হওয়ার জন্য নিজেদেরকে আখলাক ও আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।

উদ্দেশ্যঃ

• শরীয়তের ৫টি বিষয়কে (জীবনের নিরাপত্তা, চিন্তার/আকলের স্বাধীনতা, বিশ্বাসের আলোকে বসবাসের স্বাধীনতা, বংশ রক্ষার স্বাধীনতা, সম্পদের সংরক্ষণ) সম্মান করবে এমন আকল তৈরির প্রচেষ্টা চালানো।
 
• মানুষের মর্যাদা, সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
 
• দ্বীনের শাশ্বত বিষয়সমূহের সাথে পরিবর্তনশীল বিষয়সমূহ, অভ্যাসের সাথে ইবাদত, স্থানীয় বিষয়সমূহের সাথে বিশ্বজনীন বিষয়সমূহকে মিশ্রিত না করা।
 
• আকল ও ওহীর মধ্যে সমন্বয় সাধন করে ইসলামের জ্ঞানের উৎসসমূহকে পরস্পরের মুখোমুখী হিসেবে দাঁড় না করানো এবং ইসলামী ধারার অভ্যন্তরীণ সামগ্রিকতাকে নতুনভাবে তুলে ধরা।
 
• দ্বীন ও ইনসান, দ্বীন ও দুনিয়া, দ্বীন ও আকল, দ্বীন ও বিজ্ঞান, দ্বীন ও সংস্কৃতি, দ্বীন ও আখলাক এর বিষয়সমূহকে যুগের ভাষায় তুলে ধরা এবং সর্বদা আধুনিকায়ন করা।
 
• বাংলাদেশের প্রেক্ষিতে যোগ্য ও আন্তর্জাতিক মানের আলেম, চিন্তাবিদ তৈরির চেষ্টা চালানো।
 
• মানবতার মুক্তির লক্ষ্যে হাকীকত অন্বেষণকারী ব্যক্তিত্ব ও সংগ্রামী নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা চালানো।
শিউলিমালা একাডেমির

মূলনীতিসমূহঃ

• জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণ।

• ইসলামী চিন্তার পুনর্গঠন।

• আখলাকের জাগরণ।

• ইতিহাসের মেলবন্ধন।

বিভাগীয় কার্যক্রমের

উল্লেখ্যোগ্য
কর্মসূচিসমূহঃ

• আমাদের নারীদেরকে স্বীয় আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী গড়ে তুলে সমাজকে উপহার দেওয়া এবং নারী সমাজে মূল্যবোধের বাণী পৌঁছে দেওয়া।
 
• নারীদের মৌলিক অধিকার সংরক্ষণ করা এবং তারা যেন সমাজে অবদান রাখতে পারে সে লক্ষ্যে সুষ্ঠু ও পবিত্র পরিবেশ তৈরি করা।
 
• আমাদের নারীদেরকে জাতীয় এবং আধ্যাত্মিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হিসেবে গড়ে তোলা।
 
• সমাজ সমস্যা সমাধানের জন্য নারীদের আত্মমর্যাদা ও ব্যক্তিত্বসম্পন্ন যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তোলা, যারা সমাজের সামনে উদাহরণস্বরূপ ব্যক্তিত্ব হিসেবে প্রস্ফুটিত হবে।
 
• সৃষ্টির উদ্দেশ্য যে ইবাদত, সে আলোকে নারীদের গড়ে তুলতে পারার বয়ান সৃষ্টি করা এবং সে ধরনের পরিবেশ তৈরির কর্মসূচি গ্রহণ করা।
 
• শিল্প, প্রযুক্তি, চিত্রকলা নিয়ে কাজ করাসহ মানসিক বিকাশের জন্য সকল ধরনের পন্থা অবলম্বন করা।
 
• নারীরা যেন তাদের অবসর সময়কে তাদের নিজেদেরকে যোগ্য করার জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য উত্তমরূপে ব্যয় করতে পারে, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা।
 
• বিশেষ করে নারীদেরকে নারী সত্তা হিসেবে দায়িত্বানুভূতি, স্বাস্থ্য সচেতনতা সম্পন্ন ও সুস্থ এবং চিন্তাশীল ও ইখলাস সম্পন্ন প্রজন্ম তৈরীর কারিগর হিসেবে গড়ে তোলা।
 
• এ সকল বিষয় সামনে রেখে নতুন বসবাসযোগ্য এক দুনিয়া গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

আমাদের বিভাগ সমূহ

একাডেমি বিভাগ

এ বিভাগের অধীনে সাপ্তাহিক স্টাডি সার্কেল, এক বছর ও তিন বছর মেয়াদি কোর্স পরিচালিত হচ্ছে। বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবেলায় যোগ্য স্কলার হিসেবে গড়ে উঠার পথ দেখিয়ে দেওয়া এবং সেদিকে ধাবিত করাই এক্ষেত্রে মূল লক্ষ্য।

গবেষণা বিভাগ

ইসলামী চিন্তা ও দর্শন, উসূল ও মেথডোলজি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আখলাক ও নন্দনতত্ত্ব এবং উপমহাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে মৌলিক গবেষণামূলক কাজ চলছে এ বিভাগের অধীনে।

প্রকাশনা বিভাগ

শিউলিমালা প্রকাশন এর মূল লক্ষ্য হলো বাংলা ভাষায় ভিন্ন মাত্রিক এবং যুগোপযোগী কাজ উপহার দেওয়া, মৌলিক গবেষণা, অনুবাদ ও সংকলন বই আকারে প্রকাশ করার পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিশেষ সাহিত্যের ধারা সৃষ্টি করা।

শিল্পকলা বিভাগ

শিল্পকলা একটি জাতির রুচিবোধ, মননশীলতা, সৃজন ক্ষমতা ও স্বকীয়তার পরিচায়ক। অর্থবহ আর্ট ও ফটোগ্রাফি এ সময়ের অন্যতম চ্যালেঞ্জের ক্ষেত্র। এ বিভাগ এক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

প্রচার ও মিডিয়া বিভাগ

সমসাময়িক, মৌলিক, সাংস্কৃতিক বিষয়াবলিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে টকশো, সাক্ষাৎকার, ডকুমেন্টারি ইত্যাদি ক্ষেত্রে তথা মিডিয়া সংক্রান্ত সকল কন্টেন্টের ক্ষেত্রে কাজ করছে এ বিভাগ। এছাড়াও এ বিভাগের অধীনে বেশ কিছু পেইজ পরিচালিত হচ্ছে।

সমাজকল্যাণ বিভাগ

এ বিভাগ নারীদের সামাজিক দায়িত্বানুভূতি, স্বাস্থ্য সচেতনতা,সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাহায্য-সহযোগিতা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে তাত্ত্বিকভাবে ও ময়দানে কাজ চালিয়ে যাচ্ছে।

আমরা এমন এক নারী সমাজ চাই,

 যারা পৃথিবীতে বসবাসকারী সকল মানুষের মৌলিক মানবাধিকার, বিশ্বাস, চিন্তার স্বাধীনতা, পরিবার গঠন ও বংশ রক্ষা, সম্পদ উপার্জন ও সংরক্ষণ এবং আকল রক্ষার অধিকারকে মৌলিক ও অবিচ্ছেদ্য অধিকার হিসেবে গ্রহণ করবে ও স্বীকৃতি দিবে। এ নারী সমাজ মানুষ হিসেবে মানুষের মর্যাদা না পাওয়ার, জীবনের অর্থহীনতার, বিশ্বজনীন আখলাকী সংকট দূর করার প্রয়াসকে সামনে রেখে সমগ্র দুনিয়াতে মারহামাত ও আদালত প্রতিষ্ঠা করার সংগ্রামে একই বিশ্বাসের অধিকারী সকল শ্রেণি ও পেশার মানুষকে ভাই/বোন হিসেবে জানবে এবং মজলুম যেই হোক না কেন, তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে সংগ্রাম করবে। সুমহান ইসলামী সভ্যতার গৌরবদীপ্ত উত্তরাধিকার, হৃদয়ে রহমত ও ভালোবাসা লালনকারী এবং মহান আল্লাহর কামাল ও জামাল সিফাতের তাজাল্লীকে ধারণকারী, মহান রব কর্তৃক প্রেরিত ইলাহী ওহীর মুখাতাব তথা সম্বোধিত ব্যক্তি, কোরআন-হাদীসের আলোকে দায়িত্ব প্রাপ্ত এবং মর্যাদার অধিকারী, মুকাররম তথা সম্মানিত ‘নারীগণ’ সাফল্য অর্জন করবেই।