শিউলিমালা একাডেমি

আসসালামু আলাইকুম

'শিউলিমালা একাডেমি'র ওয়েবসাইটে স্বাগতম

শিউলিমালা একাডেমির লক্ষ্য:
জাতির বিবেক ও স্পন্দন হওয়ার জন্য নিজেদেরকে আখলাক ও আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
শিউলিমালা একাডেমির উদ্দেশ্য:
• শরীয়তের ৫টি বিষয়কে (জীবনের নিরাপত্তা, চিন্তার/আকলের স্বাধীনতা, বিশ্বাসের আলোকে বসবাসের স্বাধীনতা, বংশ রক্ষার স্বাধীনতা, সম্পদের সংরক্ষণ) সম্মান করবে এমন আকল তৈরির প্রচেষ্টা চালানো।
• মানুষের মর্যাদা, সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
• দ্বীনের শাশ্বত বিষয়সমূহের সাথে পরিবর্তনশীল বিষয়সমূহ, অভ্যাসের সাথে ইবাদত, স্থানীয় বিষয়সমূহের সাথে বিশ্বজনীন বিষয়সমূহকে মিশ্রিত না করা।
• আকল ও ওহীর মধ্যে সমন্বয় সাধন করে ইসলামের জ্ঞানের উৎসসমূহকে পরস্পরের মুখোমুখী হিসেবে দাঁড় না করানো এবং ইসলামী ধারার অভ্যন্তরীণ সামগ্রিকতাকে নতুনভাবে তুলে ধরা।
• দ্বীন ও ইনসান, দ্বীন ও দুনিয়া, দ্বীন ও আকল, দ্বীন ও বিজ্ঞান, দ্বীন ও সংস্কৃতি, দ্বীন ও আখলাক এর বিষয়সমূহকে যুগের ভাষায় তুলে ধরা এবং সর্বদা আধুনিকায়ন করা।
• বাংলাদেশের প্রেক্ষিতে যোগ্য ও আন্তর্জাতিক মানের আলেম, চিন্তাবিদ তৈরির চেষ্টা চালানো।
• মানবতার মুক্তির লক্ষ্যে হাকীকত অন্বেষণকারী ব্যক্তিত্ব ও সংগ্রামী নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা চালানো।

আমাদের বিভাগসমূহ

একাডেমি বিভাগ

এ বিভাগের অধীনে সাপ্তাহিক স্টাডি সার্কেল, এক বছর ও তিন বছর মেয়াদি কোর্স পরিচালিত হচ্ছে। বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবেলায় যোগ্য স্কলার হিসেবে গড়ে উঠার পথ দেখিয়ে দেওয়া এবং সেদিকে ধাবিত করাই এক্ষেত্রে মূল লক্ষ্য।

গবেষণা বিভাগ

ইসলামী চিন্তা ও দর্শন, উসূল ও মেথডোলজি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আখলাক ও নন্দনতত্ত্ব এবং উপমহাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে মৌলিক গবেষণামূলক কাজ চলছে এ বিভাগের অধীনে।

প্রকাশনা বিভাগ

শিউলিমালা প্রকাশন এর মূল লক্ষ্য হলো বাংলা ভাষায় ভিন্ন মাত্রিক এবং যুগোপযোগী কাজ উপহার দেওয়া, মৌলিক গবেষণা, অনুবাদ ও সংকলন বই আকারে প্রকাশ করার পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিশেষ সাহিত্যের ধারা সৃষ্টি করা।

ষান্মাসিক পত্রিকা

বাংলাভাষী সকল মানুষের নিকট আখলাক ও আদালতপূর্ণ সমাজভাবনাকে উপস্থাপন এবং যুগজিজ্ঞাসার জবাব যৌক্তিকভাবে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিউলিমালা একাডেমির মুখপত্র ষান্মাসিক “শিউলিমালা”

শিল্পকলা বিভাগ

শিল্পকলা একটি জাতির রুচিবোধ, মননশীলতা, সৃজন ক্ষমতা ও স্বকীয়তার পরিচায়ক। অর্থবহ আর্ট ও ফটোগ্রাফি এ সময়ের অন্যতম চ্যালেঞ্জের ক্ষেত্র। এ বিভাগ এক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

জনসংযোগ ও মিডিয়া বিভাগ

সমসাময়িক, মৌলিক, সাংস্কৃতিক বিষয়াবলিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে টকশো, সাক্ষাৎকার, ডকুমেন্টারি ইত্যাদি ক্ষেত্রে তথা মিডিয়া সংক্রান্ত সকল কন্টেন্টের ক্ষেত্রে কাজ করছে এ বিভাগ। এছাড়াও এ বিভাগের অধীনে বেশ কিছু পেইজ পরিচালিত হচ্ছে।

সমাজকল্যাণ বিভাগ

এ বিভাগ নারীদের সামাজিক দায়িত্বানুভূতি, স্বাস্থ্য সচেতনতা, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাহায্য-সহযোগিতা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে তাত্ত্বিকভাবে ও ময়দানে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকাশিত প্রবন্ধসমূহ

প্রবন্ধ

“ইসলামী সভ্যতায় কৃষি ও বর্তমান বাংলাদেশ”

রাসূল (সাঃ) মদীনায় হিজরতের পর যে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেন এবং তা বাস্তবায়ন করেন সেগুলো হলো–১. মসজিদ প্রতিষ্ঠা২. ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা৩. বাজার প্রতিষ্ঠা এক্ষেত্রে তিনি ইহুদীদের

বিস্তারিত »
প্রবন্ধ

“জ্ঞানের তাওহীদ, আখলাক ও ইরফান; প্রেক্ষিতে মানবতার মুক্তি সংগ্রাম”

মানবতার মুক্তির সফরে জ্ঞান ও সংগ্রাম একে অপরের পরিপূরক, কোনটিই একা পরিপূর্ণ নয়। তবে জ্ঞান অর্জন কেন করবো সেটা ভালোভাবে বুঝা বর্তমান সময়ে আবশ্যকীয় ব্যাপার

বিস্তারিত »
প্রবন্ধ

“ইনসানিয়্যাত, মুক্তির সংগ্রাম; প্রেক্ষিতে নারীসমাজ”

-মুহসিনা বিনতি মুসলিম শিউলিমালা একাডেমি প্রাচীন একটি প্রবাদ আছে- “কোনো সভ্যতার দিকে যদি তুমি তাকিয়ে দেখতে চাও, ঐ সভ্যতার সামগ্রিক অবস্থা কী; তবে ওই সভ্যতার

বিস্তারিত »

আমাদের কার্যক্রম

বর্তমানে বিশ্ব মানবতা যে ভয়াবহ সংকটকালীন পরিস্থিতি অতিক্রম করছে, এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ ও পন্থা হলো নিশ্চিত জ্ঞান ও সংগ্রামের ভিত্তিতে একটি নতুন দুনিয়ার বুনিয়াদ নির্মাণ।

আর একটি নতুন দুনিয়ার বুনিয়াদ নির্মানের সংগ্রামী প্রত্যয় ও আত্মবিশ্বাসের জন্য বাংলাদেশ ও উপমহাদেশের নারী সমাজকে যোগ্য করার লক্ষ্যে একঝাঁক নিবেদিত ‘শিউলি’কে নিয়ে পথচলা শুরু করেছিলো “শিউলিমালা একাডেমি”।

আলহামদুলিল্লাহ, পথ চলার ধারাবাহিকতায় শিউলিমালা একাডেমি নানাবিধ কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত রেখেছে। শিউলিমালা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক কোর্স ও ক্লাসের পাশাপাশি, সময়ের শ্রেষ্ঠ শিক্ষক, আলেম, নারী স্কলারদের নিয়ে কনফারেন্স, বিশেষ ক্লাস; বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণামূলক কাজ; বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবেলায় নারীদের পরিচালিত পত্রিকা; নারী ও শিশুদের জন্য মৌলিক ও বিশেষ সাহিত্যিক ধারা সৃষ্টির জন্য নানা ধরনের প্রকাশনা প্রকাশ; অর্থবহ আর্ট ও ফটোগ্রাফির মাধ্যমে ইসলামী সমাজ, সভ্যতার স্বরূপ, সেই সাথে বিদ্যমান সংকটকে তুলে ধরা; মিডিয়া সংক্রান্ত সকল কন্টেন্টের ক্ষেত্রে কাজ করা, সুবিধাবঞ্চিত নারী ও শিশু-কিশোরদের নিয়ে কাজ করা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কার্যক্রম চলমান থেকেছে।

মিডিয়া

শিউলিমালা একাডেমির উদ্যোগে “আমাদের পরিবারকে লালনকারী মূল্যবোধসমূহ” বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

আপনাদের আন্তরিক দোয়া ও ভালবাসায় শিউলিমালা একাডেমির একাডেমিক কার্যক্রমগুলো অর্থাৎ  নিয়মিত ক্লাস, সেমিনার ও সিম্পোজিয়াম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে, আলহামদুলিল্লাহ্‌। সে ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত

বিস্তারিত »
মিডিয়া

“ভিশনারী নেতৃত্বে শৃংখলা ও গতিশীলতার গুরুত্ব” বিষয়ে ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে ।

আপনাদের আন্তরিক দোয়া ও ভালবাসায় শিউলিমালা একাডেমির একাডেমিক কার্যক্রমগুলো অর্থাৎ  নিয়মিত ক্লাস, সেমিনার ও সিম্পোজিয়াম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে, আলহামদুলিল্লাহ্‌। সে ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত

বিস্তারিত »
মিডিয়া

শিউলিমালা একাডেমির অফিস উদ্ভোধন

আজ বিশ্ব মানবতা যে ভয়াবহ সংকটকালীন পরিস্থিতি অতিক্রম করছে, একমাত্র নিশ্চিত জ্ঞান ও সংগ্রামের ভিত্তিতে একটি নতুন দুনিয়ার বুনিয়াদ নির্মাণের মাধ্যমে বিশ্ব মানবতার এ সংকট

বিস্তারিত »