শিউলিমালা একাডেমির উদ্যোগে “আমাদের পরিবারকে লালনকারী মূল্যবোধসমূহ” বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
আপনাদের আন্তরিক দোয়া ও ভালবাসায় শিউলিমালা একাডেমির একাডেমিক কার্যক্রমগুলো অর্থাৎ নিয়মিত ক্লাস, সেমিনার ও সিম্পোজিয়াম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে, আলহামদুলিল্লাহ্। সে ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো আমাদের বিশেষ সেমিনার। এবারের বিশেষ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ, আলেম ও মুফাসসির শ্রদ্ধেয় “ড. খাদিজা গরমেজ”। অনুবাদ তুলে ধরেন গবেষক ও চিন্তক শ্রদ্ধেয় বুরহান উদ্দিন। […]