“তোমাকেই বলছি, হে আমার কুদস”

তোমার ক্লান্ত চোখ আমায় ঘুমোতে দেয় না,তোমার বিষণ্ণ রোদমাখা মিনারগুলো ধ্বনি-প্রতিধ্বনি তোলে নিউরনে, সৃষ্টি হয় মস্তিষ্কে রক্তক্ষরণকারী বর্ণমালা।পরিযায়ী কবুতরেরা যখন ফিরে যায় তোমার প্রাঙ্গণ থেকে, আর এক মুঠো শান্তির জন্য হাহাকার করে উঠে তোমার পথ-প্রান্তর,আমি আধ-ঘুম ভেঙ্গে চিৎকার করে বলে উঠি, “ইন্তিফাদা!” হে কুদস! আমার শহর!রৌদ্রছায়ার মরুদ্যানের নগরী!শত রাসূলের পদধূলি জড়ানো পথের ঘুমহীন প্রহরী!হে আমার […]

“তোমাকেই বলছি, হে আমার কুদস” Read More »