শিউলিমালা একাডেমি

সমাজভাবনা ও মুক্তির বাতায়ন “ষাণ্মাসিক শিউলিমালা” দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন।

আলহামদুলিল্লাহ!

বাংলা অঞ্চলে চিন্তাশীল তরুণদের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন চত্বরে অনুষ্ঠিত হল, সমাজভাবনা ও মুক্তির বাতায়ন “ষাণ্মাসিক শিউলিমালা” দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন।

এ আয়োজনে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আড্ডালাপে সরগরম হয়ে উঠেছিলো কার্জন প্রাঙ্গণ।

সম্মানিত সুধী ও শুভানুধ্যায়ীগণ

আপনারা অবগত আছেন যে, বাংলা ভাষাভাষী মানুষের নিকট আখলাক ও আদালতপূর্ণ সমাজভাবনাকে উপস্থাপন এবং যুগজিজ্ঞাসার জবাব যৌক্তিকভাবে তুলে ধরার প্রয়াসে যাত্রা শুরু করেছিলো শিউলিমালা একাডেমির মুখপাত্র ‘ষাণ্মাসিক শিউলিমালা’। আলহামদুলিল্লাহ! প্রথম সংখ্যায় অগণিত মানুষের ভালোবাসা কুড়িয়েছে এ পত্রিকাটি। অগণিত মানুষের সে ভালোবাসা আর প্রত্যাশার কথা মাথায় রেখেই আমরা দ্বিতীয় সংখ্যার কাজ করেছি এবং ইতোমধ্যেই ঢাবি,চবি, চমেক-সহ একঝাঁক তারুণ্যের কলমের ছোঁয়ায় দ্বিতীয় সংখ্যাটিও আলোর মুখ দেখেছে।

মোড়ক উন্মোচনের আগে একাডেমির প্রেসিডেন্ট মুহসিনা বিনতি মুসলিম তরুণ-প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে শিউলিমালার ভিশন ও স্বপ্নকে তুলে ধরেন। একাডেমির ভাইস প্রেসিডেন্ট নাফিসা নাজমী ও সম্পাদক জান্নাত আরা তাবাসসুম দ্বিতীয় সংখ্যার সংক্ষিপ্ত পর্যালোচনা পেশ করেন। সবশেষে সমন্বিত আড্ডা, বিকেলের নাস্তা এবং ফটোসেশনের মাধ্যমে শেষ হয় আজকের এই প্রাণোচ্ছ্বল আয়োজন।

ইনশাআল্লাহ, প্রথম সংখ্যার মতো এই সংখ্যাটিও তরুণ প্রজন্মের চিন্তার খোরাক জোগাবে বলে আমরা আশা করছি। আপনাদের দোয়া আর ভালোবাসা আমাদের পথচলাকে আরও মসৃণ এবং স্বপ্নমণ্ডিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *