“মননে মুক্তির সৌরভ” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত গবেষণাধর্মী প্রতিষ্ঠান শিউলিমালা একাডেমির ১ম সমাবর্তন ১৬ মার্চ, ২০২৩ এ ঢাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শিউলিমালা একাডেমির কার্য-নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও ১ম ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবর্তনের সভাপতিত্ব করেন শিউলিমালা একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট মুহসিনা বিনতি মুসলিম।
সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন শিউলিমালা একাডেমির সম্মানিত সেক্রেটারি নওরীন নবী, ভাইস প্রেসিডেন্ট নাফিসা নাজমী, নাজিয়া তাসনীম এবং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
উক্ত সমাবর্তনে প্রেসিডেন্টের স্বাগত বক্তব্য ও অতিথিবৃন্দের বক্তব্যের পর একাডেমির ছাত্রীদের সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং সম্মাননা উত্তরীয় প্রদান করা হয়।
সার্টিফিকেট প্রাপ্তির পর কোর্সের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় গোটা মিলানায়তন জুড়ে এক আবেগঘন অবস্থার সৃষ্টি হয়, যা শিউলিমালা একাডেমির গত দুই বছরের অনন্য এক প্রাপ্তি।
অতঃপর মধ্যাহ্ন ভোজ এবং বিকেলের মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
