আপনাদের আন্তরিক দোয়া ও ভালবাসায় শিউলিমালা একাডেমির একাডেমিক কার্যক্রমগুলো অর্থাৎ নিয়মিত ক্লাস, সেমিনার ও সিম্পোজিয়াম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে, আলহামদুলিল্লাহ্। সে ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো আমাদের বিশেষ সেমিনার।
এবারের বিশেষ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ, আলেম ও মুফাসসির শ্রদ্ধেয় “ড. খাদিজা গরমেজ”।
অনুবাদ তুলে ধরেন গবেষক ও চিন্তক শ্রদ্ধেয় বুরহান উদ্দিন।
বিষয়ঃ আমাদের পরিবারকে লালনকারী মূল্যবোধসমূহ।
সর্বোপরি একাডেমির নির্বাহী সদস্যদের উপস্থিতিতে এই বিশেষ সেমিনারটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ্।
আমাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য বিভাগভিত্তিক কার্যক্রমও ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এবং খুব শীঘ্রই আমরা আমাদের ষান্মাসিক জার্নাল “ষান্মাসিক শিউলিমালা”ও আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো, ইনশাআল্লাহ্। আল্লাহ আমাদের কার্যক্রমকে কবুল করুন।