শিউলিমালা একাডেমি

“ভিশনারী নেতৃত্বে শৃংখলা ও গতিশীলতার গুরুত্ব” বিষয়ে ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে ।

আপনাদের আন্তরিক দোয়া ও ভালবাসায় শিউলিমালা একাডেমির একাডেমিক কার্যক্রমগুলো অর্থাৎ  নিয়মিত ক্লাস, সেমিনার ও সিম্পোজিয়াম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে, আলহামদুলিল্লাহ্‌। সে ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো আমাদের বিশেষ কর্মশালা।

এবারের বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, লেখক ও গবেষক শ্রদ্ধেয় “মাহসিনা মমতাজ মারিয়া”। 

ওয়ার্কশপের বিষয়ঃ ভিশনারী নেতৃত্বে শৃংখলা ও গতিশীলতার গুরুত্ব।

একাডেমির নির্বাহী সমন্বয়ক (অফিস) নওরীন নাবীর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিউলিমালা একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট শ্রদ্ধেয় “মুহসিনা বিনতে মুসলিম”।

সর্বোপরি একাডেমির নির্বাহী সদস্যদের উপস্থিতিতে এই বিশেষ কর্মশালাটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ্‌। 

আমাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য বিভাগভিত্তিক কার্যক্রমও ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এবং খুব শীঘ্রই আমরা আমাদের ষান্মাসিক জার্নাল “ষান্মাসিক শিউলিমালা”ও আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো, ইনশাআল্লাহ্‌। আল্লাহ আমাদের কার্যক্রমকে কবুল করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *